Skip to main content
“Revenge of Nature” বলতে একটা ব্যাপার আছে।কোরআন এর ভাষায় যেটা “কিফারা”।কিফারার সম্পর্কে বেশ কয়েক বার বলা আছে কোরআনে।যেটা আমাদের বিশ্বাস করতেই হবে।

প্রকৃতি কিছুই ভুলে না! সময়ের ব্যবধান মাত্র৷
কেউ আপনার জন্য যা করতে পারতো ওটা না করে  উল্টা আপনাকে blame দিলো যে আপনি ওটা করেন নাই।

আপনাকে বাজে কথা বলেছে, মিথ্যা বলেছে আপনাকে নিয়ে, অন্যায় ভাবে কথার আঘাতে অপমানিত করেছে, আপনাকে ঠকাচ্ছে, কথার বাণে নিজের স্বার্থে আপনাকে করেছে ক্ষত-বিক্ষত!!!

করুক না!! জরুরী না যে সব গুলোর উত্তর আপনাকে এখনই দিতে হবে! কিছু উত্তর সময়ের উপর ছেড়ে দেন না! দেখেনই না কি হয়?

প্রত্যেকটা মানুষ তার খারাপ কাজের শাস্তি পায়!কেউ আগে পায়!কেউবা কয়েকদিন পরে!কিন্তু শাস্তি সে পাবেই!!!!
হয়তো co-relate করতে পারিনা আমরা | Exactly কোন কাজের Punishment পাচ্ছি৷কাউকে কষ্ট দিয়ে, কাউকে কাঁদিয়ে, কাউকে অপমান করে, কাউকে ঠকিয়ে বেমালুম ভুলে যাই আমরা!কিন্তু প্রকৃতি ভুলে না!!

বিশ্বাস করুন প্রকৃতি কিছুই ভুলে না, প্রকৃতি ক্ষমা করে না।Even এই মুহূর্তে আপনি যার সাথে অন্যায় করে গর্বে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন,সে হয়ত প্রতিবাদ করবেনা।কিন্তু তার ওই কষ্ট থেকে আসা অভিশাপ আপনাকে ছাড়বেনা।

আল্লাহ কাউকে ঠকায় না..সৃষ্টিকর্তা কারোর একার না।😊💕

____Mohammad Alauddin Khan

Comments

Popular posts from this blog

Driver Pack Solution Offline

 Driver Pack Solution Offline Only 4.1 GB FILE.  Free Download.  Info. DriverPack Offline Full - driver pack to be used by system admins without Internet access. Download for Windows XP, 7, 8, 8.1, 10, 11. system Requirements. Operating System: Windows XP/Vista/7/8/8.1/10 Memory (RAM): 2 GB of RAM required. Hard Disk Space: Various MB of free space required installation. Processor: Intel Pentium 4 Dual Core GHz or high Download

Photoshop 7.0 Free Download 32bit or 64bit

  Photoshop 7.0 Free Download

SamFw Tool V4.9 FREE

Click Download  All Samsung FRP Unlock Tool.  Fast Working Tool. Free Software  Awesome Tool Free Download